Wall Magazine
Segment Description
Wall Magazine তৈরিতে আগ্রহী যেকোনো শিক্ষার্থী চাইলেই অংশগ্রহণ করে ফেলতে পারেন আমাদের এই কন্টেস্টটিতে।
নির্ধারিত টপিকঃ
-বৈশ্বিক উষ্ণতা
-মহাকাশ
-আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স
-নিরাপদ পানি ও স্যানিটেশন
যে কোন একটি বিষয়ের উপর Wall magazine টা তৈরি করতে হবে। বাংলা অথবা ইংরেজি দুইটাই গ্রহনযোগ্য।
নিয়মাবলি –
◾প্রতিটি দলে সদস্য সংখ্যা হবে ২জন।
◾Wall Magazine ৫’/৩’ আকারের কর্ক শিটে করতে হবে।
◾Wall Magazine এর নাম এবং টিমের নাম থাকা বাধ্যতামূলক।
◾টিমের যেকোনো একজনকে বিচারকের সামনে ম্যাগাজিন সম্পর্কিত তথ্য নিয়ে ১-২ মিনিটের বক্তব্য প্রদান করতে হবে।
প্রতিযোগিতাটি হবে-
◾স্কুল এবং কলেজে পর্যায়ে।
চ্যাম্পিয়নের জন্য থাকছে আকর্ষনীয় প্রাইজমানি।এছাড়াও রয়েছে-
পেন,প্যাড,টি-শার্ট,স্ন্যাকস
ক্রেস্ট ও সার্টিফিকেট
১ম ও ২য় রানার আপ এর জন্য রয়েছেঃ
পেন,প্যাড,টি-শার্ট,স্ন্যাকস
ক্রেস্ট ও সার্টিফিকেট
এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রয়েছে-
পেন,প্যাড,টি-শার্ট,স্ন্যাকস
রেজিস্ট্রেশন ফিঃ ৪০০/- টাকা (অনলাইন রেজিষ্ট্রেশনে ২ টাকা চার্জ প্রযোজ্য)
আরো অন্যান্য ইভেন্টে অংশগ্রহন করতে চাইলে ভিজিট করুণঃ