Scientific Story Writing Competition

Scientific Story Writing Competition

নির্দিষ্ট টপিক প্রদান করা হবে, সেই বিষয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে আপনাদের অনুচ্ছেদের PDF File পাঠাতে হবে আমাদের ইমেইলে (official@rusc.org.bd)। ইমেইলের সাব্জেক্টে অবশ্যই “Essay submission” লিখতে ভুলবেন না। এটাচমেন্ট এর সাথে আপনার নাম,মোবাইল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং বিকাশ/ডিবিবিএল ট্রান্সেকশন আইডি ঠিক ভাবে লিখবেন। সমস্ত তথ্য ঠিক ভাবে প্রদান না করলে তার ইমেইল বাতিল বলে গন্য হবে। অথবা হাতে লিখে সরাসরি জমা দিতে পারবেন। এই প্রতিযোগীতা সকলের জন্য উন্মুক্ত।

50.00

Segment Description

নির্দিষ্ট টপিক প্রদান করা হবে, সেই বিষয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে আপনাদের অনুচ্ছেদের PDF File পাঠাতে হবে আমাদের ইমেইলে (official@rusc.org.bd)। ইমেইলের সাব্জেক্টে অবশ্যই “Essay submission” লিখতে ভুলবেন না। এটাচমেন্ট এর সাথে আপনার নাম,মোবাইল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং বিকাশ/ডিবিবিএল ট্রান্সেকশন আইডি ঠিক ভাবে লিখবেন। সমস্ত তথ্য ঠিক ভাবে প্রদান না করলে তার ইমেইল বাতিল বলে গন্য হবে। অথবা হাতে লিখে সরাসরি জমা দিতে পারবেন। এই প্রতিযোগীতা সকলের জন্য উন্মুক্ত।

 

“সায়েন্টিফিক রাইটিং কম্পিটিশন” এর জন্য নির্ধারিত টপিকঃ

১.বৈশ্বিক উষ্নতা ও আগামীর বাংলাদেশ

২.ভবিষ্যতে পৃথিবীর শক্তির উৎস

৩. আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও এর প্রভাব

যে কোন একটি বিষয়ে লিখবেন। বাংলা অথবা ইংরেজি দুইটাই গ্রহনযোগ্য। শব্দ সীমা ১০০০ শব্দ।

 

রেজিস্ট্রেশন ফিঃ ৫০/- টাকা

 

সুবিধাঃ
* পেন
* প্যাড
* পজিশনাল ক্রেস্ট
* সার্টিফিকেট।

 

এছাড়া, সিলেক্টেড লেখাগুলো “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ” কর্তৃক প্রকাশিত মাসিক সাময়িকীতে প্রকাশ করা হবে।

 

রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ

রেজিষ্ট্রেশন করা যাবে দুই ভাবে।

*অনলাইন রেজিষ্ট্রেশন

*অফলাইন রেজিষ্ট্রেশন

অনলাইন রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ

বিকাশ/নগদ/রকেট একাউন্টের মাধ্যমে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর প্রাপ্ত ফিরতি মেসেজ থেকে Transactions Id দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। সেন্ড মানি করার সময় রেফারেন্স অপশনে অবশ্যই নিজের নাম, ও ইভেন্টের নাম (i.g Scientific Story Writing Competition) লিখতে হবে।

অফলাইন রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ সরাসরি আমাদের বুথে এসে রেজিষ্ট্রেশন করতে পারবেন। অথবা আপনার নিকট আগত আমাদের ভলান্টিয়ারদের থেকে ফর্ম সংগ্রহ করে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

বিকাশ/নগদ/রকেট একাউন্টঃ 01759265914-7

রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ

অনলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ রাত ১১.৫৯ মিনিট।
অফলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ বিকাল ৫.০০ টা।