Poster Presentation

Poster Presentation

নিজের তৈরি করা সায়েন্টিফিক পোষ্টারের উপর অংশগ্রহণকারী প্রতিযোগীকে প্রেজেন্টেশন দিতে হবে।

যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চাইলেই অংশগ্রহণ করতে পারেন এই প্রতিযোগিতায়।

পোস্টারের সাইজঃ ৩×৪ ফুট 

রেজিস্ট্রেশন ফিঃ প্রতিটি টিমে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৩ জন থাকতে পারবে। ২ জন হলে ৮০০ টাকা এবং ৩ জন হলে ১০৫০ টাকা (অনলাইন রেজিষ্ট্রেশনে ক্যাশআউট চার্জ প্রযোজ্য)

8161,070

Segment Description

নিজের তৈরি করা সায়েন্টিফিক পোষ্টারের উপর অংশগ্রহণকারী প্রতিযোগীকে প্রেজেন্টেশন দিতে হবে।

যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চাইলেই অংশগ্রহণ করতে পারেন এই প্রতিযোগিতায়।

পোস্টারের সাইজঃ ৩×৪ ফুট 

রেজিস্ট্রেশন ফিঃপ্রতিটি টিমে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৩ জন থাকতে পারবে। ২ জন হলে ৮০০ টাকা এবং ৩ জন হলে ১০৫০ টাকা (অনলাইন রেজিষ্ট্রেশনে ক্যাশআউট চার্জ প্রযোজ্য)

 

সুবিধাঃ

চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানারআপ টিমের জন্য থাকছেঃ

  1. আকর্ষনীয় প্রাইজমানি
  2. চ্যাম্পিয়ন/রানারআপ ক্রেস্ট
  3. চ্যাম্পিয়ন/রানারআপ সার্টিফিকেট

 

এছাড়াও প্রত্যক অংশগ্রহণকারীর জন্য থাকছেঃ

  1. অংশগ্রহণ সার্টিফিকেট
  2. স্পেশাল গিফট ব্যাগ
  3. টি-শার্ট
  4. স্ন্যাকস্
  5. লাঞ্চ