Photography Contest
Segment Description
আপনার তোলা (ফোন/ক্যামেরা) যেকোন বায়োডায়ভার্সিটি বিষয়ক, ইকোলজিক্যাল, ওয়াইল্ড লাইফ, দূষন, তথাপি পরিবেশের বিভিন্ন দিক নির্দেশ করে এমন সব ছবি পাঠিয়ে দিন
একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি ছবি সাবমিট করতে পারবে। প্রতিটি ছবির নামের ক্ষেত্রে ছবিটির শিরোনাম যুক্ত করবেন। ইমেইলের সাব্জেক্টে অবশ্যই “Photography submission” লিখতে ভুলবেন না। এটাচমেন্ট এর সাথে আপনার নাম,মোবাইল নম্বর এবং শিরোনাম লিখবেন। সমস্ত তথ্য ঠিক ভাবে প্রদান না করলে তার ইমেইল বাতিল বলে গন্য হবে।
সাবমিট করা ছবিগুলো থেকে বিচারকদের মতামত অনুযায়ী বাছাইকৃত ১০ টি ছবি আমাদের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হবে। ছবিতে পরা লাইক,কমেন্ট এবং বিজ্ঞ বিচারকদের নম্বরের ভিত্তিতে সেরাদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।
(কোন রেজিস্ট্রেশন ফি নেই)।
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ
অনলাইনঃ ২ জানুয়ারি, ২০২২ রাত ১১.৫৯ মিনিট।