Project Show
এই প্রতিযোগিতায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যে কেউ অথবা কোন বিভাগ কিংবা ল্যাব তাদের নিজেদের প্রোজেক্ট নিয়ে অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় দুই/তিন জন করে একটি দল হবে । প্রত্যেক দল এর জন্য স্টল বরাদ্দ থাকবে। আপনার দল আপনার বিভাগের কিংবা আপনার ল্যাবের আথবা নিজ থেকে তৈরী কোন প্রজেক্ট দেখাতে পারবে অথবা আপনি যেই বিভাগের ছাত্র সেই বিভাগের বিষয়বস্তু বিস্তারিতভাবে উপস্থাপন করতে পারেন। যেহেতু বিজ্ঞান মেলাতে বিভিন্ন লেভেলের শিক্ষার্থী, বিভিন্ন কর্পোরেট হাউস, বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, গবেষকগন পরিদর্শন করবেন, সুতরাং আপনার নিজের বিভাগের কিংবা নিজের রিসার্চ সম্পর্কে তাদেরকে জানানোর ক্ষেত্রে এটি হতে পারে একটি অনন্য প্লাটফর্ম।
প্রজেক্ট শো প্রতিযোগিতায় দুটি গ্রুপ থাকবে।
১) জুনিয়র গ্রুপঃ স্কুল এবং কলেজ লেভেল
২) সিনিয়র গ্রুপঃ বিশ্ববিদ্যালয় লেভেল
সুবিধাঃ
সকল অংশগ্রহণকারী পার্টিসিপ্যান্টদের জন্য রয়েছে-
* স্পেশাল গিফট্ ব্যাগ
* লাঞ্চ
* সার্টিফিকেট
* স্ন্যাকস
এছাড়াও চ্যাম্পিয়ন টিমের জন্য থাকছে আকর্ষনীয় প্রাইজমানি ও ক্রেস্ট ।
রেজিস্ট্রেশন ফিঃ প্রতিটি টিমে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৩ জন থাকতে পারবে আর ( ২ জন হলে ১২০০/-এবং ৩ জন হলে ১৮০০/-)।
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৫ জানুয়ারী, ২০২৫