নিজের তৈরি করা সায়েন্টিফিক পোষ্টারের উপর অংশগ্রহণকারী প্রতিযোগীকে প্রেজেন্টেশন দিতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র নিজস্ব থিসিস অথবা প্রোজেক্ট নিয়ে অংশগ্রহণ করা যাবে। 

গ্রুপঃ বিশ্ববিদ্যালয় লেভেল

পোস্টারের সাইজঃ ৩×৪ ফুট 

সুবিধাঃ

সকল অংশগ্রহণকারী পার্টিসিপ্যান্টদের জন্য রয়েছে-

* স্পেশাল গিফট্ ব্যাগ

* লাঞ্চ

* স্ন্যাক্স ও

* সার্টিফিকেট

এছাড়াও চ্যাম্পিয়ন টিমের জন্য থাকছে চ্যাম্পিয়ন সার্টিফিকেট, আকর্ষনীয় প্রাইজমানি ও ক্রেস্ট ।

রেজিস্ট্রেশন ফিঃ প্রতিটি টিমে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৩ জন থাকতে পারবে।

রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ fiesta.rusc.org.bd ওয়েবসাইটে ব্যাবহৃত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। সরাসরি বুথ থেকেও রেজিষ্ট্রেশন করে যাবে। 

রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৮ জানুয়ারী, ২০২৫

  • Date : February 1, 2025 - February 2, 2025
  • Time : 10:00 AM - 7:00 PM (Asia/Dhaka)
  • Venue : University of Rajshahi