
Rapid Rating Chess Competition

আসন্ন Walton Smart Freeze presents 8th RUSC National Science Fiesta 2024 এর একটি আকর্ষণীয় ইনডিভিজুয়াল সেগমেন্ট হিসেবে থাকছে Chess Competition.
র্যাপিড রেটিং পদ্ধতিতে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
টাইম কন্ট্রোলঃ ১০+৫ মিনিট
সুবিধাঃ
চ্যাম্পিয়নদের জন্য থাকছে সার্টিফিকেট, প্রাইজমানি এবং গিফটব্যাগ।
মোট প্রাইজমানি: ২৩ হাজার টাকা।
এছাড়াও সকল অংশগ্রহণকারীদের জন্য থাকছে-
- স্ন্যাক্স
- দুপুরের খাবার
রেজিস্ট্রেশন ফিঃ ৫০০/-
রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ https://fiesta.rusc.org.bd ওয়েবসাইটে ব্যাবহৃত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। সরাসরি বুথ থেকেও রেজিষ্ট্রেশন করে যাবে।
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৮ জানুয়ারী, ২০২৫
উল্লেখ্য যে, আয়োজন সম্পর্কিত যেকোনো পরিবর্তন, পরিবর্ধন কিংবা বাতিল করার ক্ষমতা কতৃপক্ষ রাখে।