Chess Competition
র্যাপিড রেটিং পদ্ধতিতে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
টাইম কন্ট্রোলঃ ১০+৫ মিনিট
সুবিধাঃ
চ্যাম্পিয়নদের জন্য থাকছে আকর্ষনীয় পুরষ্কার ও ক্রেস্ট ।
এছাড়াও সকল অংশগ্রহণকারীদের জন্য থাকছে-
* দুইদিনের সকালের নাস্তা ও দুপুরের খাবার
* পেন
* প্যাড
* সার্টিফিকেট
রেজিস্ট্রেশন ফিঃ ৫০০/-
রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ https://fiesta.rusc.org.bd ওয়েবসাইটে ব্যাবহৃত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। সরাসরি বুথ থেকেও রেজিষ্ট্রেশন করে যাবে।
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৫ জানুয়ারী, ২০২৫