আসন্ন Walton Smart Freeze presents 8th RUSC National Science Fiesta 2024 এর একটি আকর্ষণীয় ইনডিভিজুয়াল সেগমেন্ট হিসেবে থাকছে Chess Competition.
র‍্যাপিড রেটিং পদ্ধতিতে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
টাইম কন্ট্রোলঃ ১০+৫ মিনিট
সুবিধাঃ

চ্যাম্পিয়নদের জন্য থাকছে সার্টিফিকেট, প্রাইজমানি এবং গিফটব্যাগ।
মোট প্রাইজমানি: ২৩ হাজার টাকা।

এছাড়াও সকল অংশগ্রহণকারীদের জন্য থাকছে-

  • স্ন্যাক্স
  • দুপুরের খাবার

রেজিস্ট্রেশন ফিঃ ৫০০/-

রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ https://fiesta.rusc.org.bd ওয়েবসাইটে ব্যাবহৃত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। সরাসরি বুথ থেকেও রেজিষ্ট্রেশন করে যাবে।

রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৮ জানুয়ারী, ২০২৫

উল্লেখ্য যে, আয়োজন সম্পর্কিত যেকোনো পরিবর্তন, পরিবর্ধন কিংবা বাতিল করার ক্ষমতা কতৃপক্ষ রাখে।

  • Date : January 31, 2025
  • Time : 10:00 AM - 7:00 PM (Asia/Dhaka)
  • Venue : University of Rajshahi