Description
রুবিকস কিউব ইভেন্টে অংশগ্রহণের জন্য নিয়মগুলি অনুসরণ করুনঃ
- প্রতিযোগিতা বেসিক WCA (World Cube Association) নির্দেশিকা অনুসারে হবে।
- প্রতিযোগীদের অবশ্যই তাদের নিজস্ব কিউব আনতে হবে।
- সময় রেকর্ড করার জন্য টাইমার এবং স্টপওয়াচ থাকবে।
- নতুন প্রতিযোগীদের জন্য যারা টাইমার ব্যবহার করতে জানেন না তাদের জন্য আমরা প্রতিযোগিতার আগে সংক্ষিপ্ত নির্দেশনা প্রদান করব এবং বিচারকগণ আপনাদের সহায়তা করবেন।
- Ao3 এর উপর ভিত্তি করে ফলাফল (3 এর গড়) প্রকাশ করা হবে।
সুবিধাঃ চ্যাম্পিয়নের জন্য থাকছে আকর্ষনীয় প্রাইজমানি। এছাড়াও রয়েছে-
চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ এর জন্য রয়েছেঃ
* পেন
* প্যাড
* টি-শার্ট,
* ক্রেস্ট ও
* সার্টিফিকেট
এছাড়াও সকল অংশগ্রহণকারী পার্টিসিপ্যান্ট সার্টিফিকেট পাবেন।
রেজিস্ট্রেশন ফিঃ ১০০/-
রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ https://fiesta.rusc.org.bd ওয়েবসাইটে ব্যাবহৃত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। সরাসরি বুথ থেকেও রেজিষ্ট্রেশন করে যাবে। সেক্ষেত্রে ওয়েবসাইটে পেমেন্ট অপশন থেকে বুথ রেজিষ্ট্রেশন অপশনটি সিলেক্ট করতে হবে
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৩ জানুয়ারী, ২০২৫