Photography Contest

0.00

আপনার তোলা (ফোন/ক্যামেরা) যেকোন বায়োডায়ভার্সিটি বিষয়ক, ইকোলজিক্যাল, ওয়াইল্ড লাইফ, দূষন, তথাপি পরিবেশের বিভিন্ন দিক নির্দেশ করে এমন সব ছবি ক্যাপশন সহ পাঠিয়ে দিন আমাদের ইমেইল (ruscienceclub@gmail.com) এর মাধ্যমে। ছবি রিনেম করে ছবির ক্যাপশন সেট করে জমা দিতে হবে।

একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি ছবি সাবমিট করতে পারবে। প্রতিটি ছবির নামের ক্ষেত্রে ছবিটির শিরোনাম যুক্ত করবেন। ইমেইলের সাব্জেক্টে অবশ্যই “Photography submission” লিখতে ভুলবেন না। এটাচমেন্ট এর সাথে আপনার নাম,মোবাইল নম্বর এবং শিরোনাম লিখবেন।  সমস্ত তথ্য ঠিক ভাবে প্রদান না করলে তার ইমেইল বাতিল বলে গন্য হবে।

সাবমিট করা ছবিগুলো থেকে বিচারকদের মতামত অনুযায়ী বাছাইকৃত ১০ টি ছবি আমাদের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হবে। ছবিতে পরা লাইক,কমেন্ট এবং বিজ্ঞ বিচারকদের নম্বরের ভিত্তিতে সেরাদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।

 সুবিধাঃ চ্যাম্পিয়নের জন্য থাকছে আকর্ষনীয় প্রাইজমানি। এছাড়াও রয়েছে-
চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ এর জন্য রয়েছেঃ
* পেন
* প্যাড
* টি-শার্ট,
* ক্রেস্ট ও
* সার্টিফিকেট
(কোন রেজিস্ট্রেশন ফি নেই)।

রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৩ জানুয়ারী, ২০২৫

Out of stock

SKU: Photography Contest Category:

Description

আপনার তোলা (ফোন/ক্যামেরা) যেকোন বায়োডায়ভার্সিটি বিষয়ক, ইকোলজিক্যাল, ওয়াইল্ড লাইফ, দূষন, তথাপি পরিবেশের বিভিন্ন দিক নির্দেশ করে এমন সব ছবি ক্যাপশন সহ পাঠিয়ে দিন আমাদের ইমেইল (ruscienceclub@gmail.com) এর মাধ্যমে। ছবি রিনেম করে ছবির ক্যাপশন সেট করে জমা দিতে হবে।

একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি ছবি সাবমিট করতে পারবে। প্রতিটি ছবির নামের ক্ষেত্রে ছবিটির শিরোনাম যুক্ত করবেন। ইমেইলের সাব্জেক্টে অবশ্যই “Photography submission” লিখতে ভুলবেন না। এটাচমেন্ট এর সাথে আপনার নাম,মোবাইল নম্বর এবং শিরোনাম লিখবেন।  সমস্ত তথ্য ঠিক ভাবে প্রদান না করলে তার ইমেইল বাতিল বলে গন্য হবে।

সাবমিট করা ছবিগুলো থেকে বিচারকদের মতামত অনুযায়ী বাছাইকৃত ১০ টি ছবি আমাদের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হবে। ছবিতে পরা লাইক,কমেন্ট এবং বিজ্ঞ বিচারকদের নম্বরের ভিত্তিতে সেরাদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।

 সুবিধাঃ চ্যাম্পিয়নের জন্য থাকছে আকর্ষনীয় প্রাইজমানি। এছাড়াও রয়েছে-
চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ এর জন্য রয়েছেঃ
* পেন
* প্যাড
* টি-শার্ট,
* ক্রেস্ট ও
* সার্টিফিকেট
(কোন রেজিস্ট্রেশন ফি নেই)।

রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৩ জানুয়ারী, ২০২৫

Additional information

color

Blue

Level

All