Description
3MT Presentation বা 3 Minutes Thesis Presentation এ আপনার নিজের তৈরি থিসিস পেপারের উপর ৩ মিনিটে বর্ণনা করতে হবে। ৩মিনিটে সম্পূর্ণ থিসিস সম্পর্কে বর্ণনাকারীদের মধ্যে বিজয়ীদের জন্য থাকবে পুরুষ্কার। বিচারক হিসাবে থাকবেন 3MTP তে অভিজ্ঞ বিচারক মণ্ডলীরা।
বিঃ দ্রঃ সরাসরি অনলাইন থেকে কপি করে উপস্থাপনা করলে তার উপস্থাপনা বাতিল বলে গণ্য হবে।
Level: বিশ্ববিদ্যালয়।
রেজিস্ট্রেশন ফিঃ ৩০০ টাকা (অনলাইন রেজিষ্ট্রেশনে ক্যাশআউট চার্জ প্রযোজ্য)
সুবিধাঃ
চ্যাম্পিয়ন, ১ম এবং ২য় রানারআপের জন্য থাকছেঃ
- স্পেশাল গিফট্ ব্যাগ
- টি-শার্ট
- ক্রেস্ট
- চ্যাম্পিয়ন / রানারআপ সার্টিফিকেট
এছাড়াও প্রত্যক অংশগ্রহণকারীর জন্য থাকছেঃ
- স্পেশাল গিফট্ ব্যাগ
- অংশগ্রহণ সার্টিফিকেট