AI-Based Business Idea Competition
এআই-বেইসড বিজনেস আইডিয়া কম্পিটিশন সেগমেন্টটিতে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে। এই সেগমেন্টটিতে একক কিংবা দলীয় উভয় ভাবেই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে, যেখানে শিক্ষার্থীরা তাদের যেকোনো টপিকে এআই(আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক বিজনেস আইডিয়া তুলে ধরবেন। প্রতিযোগীদের মধ্যে থেকে সেরা তিনটি আইডিয়া নির্বাচন করা হবে।
প্রতিযোগিতার কাঠামো:
প্রতিযোগিতারা Microsoft Power Point এর মাধ্যমে তাদের এআই(আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক বিজনেস আইডিয়া তুলে ধরবেন। অংশগ্রহণকারীদের বাস্তবসম্মত এবং কার্যকরী আইডিয়া তুলে ধরতে হবে। প্রতি অংশগ্রহণকারীদের জন্য সময় বরাদ্দ থাকবে ৫ মিনিট।
সুবিধাঃ
সকল অংশগ্রহণকারী পার্টিসিপ্যান্টদের জন্য রয়েছে সার্টিফিকেট এবং স্ন্যাক্স। এছাড়াও-
চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ এর জন্য রয়েছেঃ
- স্পেশাল গিফট ব্যাগ
- ক্রেস্ট
- প্রাইজমানি ও
- সার্টিফিকেট
রেজিস্ট্রেশন ফিঃ একক – ২০০ টাকা এবং টিমের ক্ষেত্রে – প্রতিটি টিমে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫ জন থাকতে পারবে। (জনপ্রতি ২০০ টাকা)
রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ https://fiesta.rusc.org.bd ওয়েবসাইটে ব্যাবহৃত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। সরাসরি বুথ থেকেও রেজিষ্ট্রেশন করে যাবে।
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৫ জানুয়ারী, ২০২৫