Registration Closed

আপনার তোলা (ফোন/ক্যামেরা) যেকোনো বায়োডায়ভার্সিটি বিষয়ক, ইকোলজিক্যাল, ওয়াইল্ড লাইফ, দূষণ, তথাপি পরিবেশের বিভিন্ন দিক নির্দেশ করে এমন সব ছবি ক্যাপশন সেট করে জমা দিতে হবে।

একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি ছবি সাবমিট করতে পারবে। প্রতিটি ছবির নামের ক্ষেত্রে ছবিটির শিরোনাম যুক্ত করবেন। এর সাথে আপনার নাম,মোবাইল নম্বর এবং শিরোনাম লিখবেন।

সাবমিট করা ছবিগুলো থেকে বিচারকদের মতামত অনুযায়ী বাছাইকৃত ছবিগুলো আমাদের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হবে। ছবিতে পরা লাইক,কমেন্ট এবং বিজ্ঞ বিচারকদের নম্বরের ভিত্তিতে সেরাদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।

সুবিধাঃ চ্যাম্পিয়নের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার। এছাড়াও রয়েছে-
চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ এর জন্য রয়েছেঃ স্পেশাল গিফট্ ব্যাগ, ক্রেস্ট ও সার্টিফিকেট
(কোন রেজিস্ট্রেশন ফি নেই)।

রেজিস্ট্রেশন শেষ তারিখ: ২০ জানুয়ারি, ২০২৫

  • Date : December 9, 2024 - January 22, 2025
  • Time : 11:55 AM - 5:30 PM (Asia/Dhaka)
  • Venue : University of Rajshahi