Mobile App Idea Competition
এই সেগমেন্টে শুধু মাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। এটি একটি স্বতন্ত্র প্রতিযোগিতা যেখানে শিক্ষার্থীরা তাদের যেকোনো টপিকে মোবাইল এপ আইডিয়া তুলে ধরবেন। প্রতিযোগীদের মধ্যে থেকে সেরা তিনটি আইডিয়া নির্বাচন করা হবে।
প্রতিযোগিতার কাঠামো:
প্রতিযোগিতারা Microsoft Power Point এর মাধ্যমে তাদের মোবাইল এপ আইডিয়া তুলে ধরবেন। অংশগ্রহণকারীদের বাস্তবসম্মত এবং কার্যকরী আইডিয়া তুলে ধরতে হবে। প্রতি অংশগ্রহণকারীদের জন্য সময় বরাদ্দ থাকবে ৫ মিনিট।
সুবিধাঃ
সকল অংশগ্রহণকারী পার্টিসিপ্যান্টদের জন্য রয়েছে সার্টিফিকেট এবং স্ন্যাক্স। এছাড়াও-
চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ এর জন্য রয়েছেঃ
* স্পেশাল গিফট্ ব্যাগ
* ক্রেস্ট ও
* সার্টিফিকেট
রেজিস্ট্রেশন ফিঃ ১০০/-
রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ https://fiesta.rusc.org.bd ওয়েবসাইটে ব্যাবহৃত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। সরাসরি বুথ থেকেও রেজিষ্ট্রেশন করে যাবে।