আসন্ন 8th RUSC National Science Fiesta 2024 এর একটি আকর্ষণীয় টিম সেগমেন্ট হিসেবে থাকছে Project Showcasing Competition.

এই প্রতিযোগিতায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যে কেউ অথবা কোন বিভাগ কিংবা ল্যাব তাদের নিজেদের প্রোজেক্ট নিয়ে অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫ করে একটি দল হবে । প্রত্যেক দল এর জন্য স্টল বরাদ্দ থাকবে। আপনার দল আপনার বিভাগের কিংবা আপনার ল্যাবের আথবা নিজ থেকে তৈরী কোন প্রজেক্ট দেখাতে পারবে অথবা আপনি যেই বিভাগের ছাত্র সেই বিভাগের বিষয়বস্তু বিস্তারিতভাবে উপস্থাপন করতে পারেন। যেহেতু বিজ্ঞান মেলাতে বিভিন্ন লেভেলের শিক্ষার্থী, বিভিন্ন কর্পোরেট হাউস, বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, গবেষকগন পরিদর্শন করবেন, সুতরাং আপনার নিজের বিভাগের কিংবা নিজের রিসার্চ সম্পর্কে তাদেরকে জানানোর ক্ষেত্রে এটি হতে পারে একটি অনন্য প্লাটফর্ম।

প্রজেক্ট শো প্রতিযোগিতায় দুটি গ্রুপ থাকবে।

১) জুনিয়র গ্রুপঃ স্কুল এবং কলেজ লেভেল

২) সিনিয়র গ্রুপঃ বিশ্ববিদ্যালয় লেভেল

সুবিধাঃ

চ্যাম্পিয়ন টিমের জন্য থাকছে আকর্ষনীয় পুরষ্কার ও ক্রেস্ট ।

এছাড়াও সকল অংশগ্রহণকারীদের জন্য থাকছে-

* দুইদিনের সকালের নাস্তা ও দুপুরের খাবার

* পেন

* প্যাড

* সার্টিফিকেট

রেজিস্ট্রেশন ফিঃ টিম মেম্বার প্রতি ৬০০ টাকা প্রযোজ্য হবে। সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫ জনের টিম করা যাবে।

রেজিষ্ট্রেশন এবং বিস্তারিত: https://fiesta.rusc.org.bd/

রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৮ জানুয়ারী, ২০২৫

  • Date : February 1, 2025 - February 2, 2025
  • Time : 10:00 AM - 7:00 PM (Asia/Dhaka)
  • Venue : University of Rajshahi