রুবিকস কিউব ইভেন্টে অংশগ্রহণের জন্য নিয়মগুলি অনুসরণ করুনঃ

  1. প্রতিযোগিতা বেসিক WCA (World Cube Association) নির্দেশিকা অনুসারে হবে।
  2. প্রতিযোগীদের অবশ্যই তাদের নিজস্ব কিউব আনতে হবে।
  3. সময় রেকর্ড করার জন্য টাইমার এবং স্টপওয়াচ থাকবে।
  4. নতুন প্রতিযোগীদের জন্য যারা টাইমার ব্যবহার করতে জানেন না তাদের জন্য আমরা প্রতিযোগিতার আগে সংক্ষিপ্ত  নির্দেশনা প্রদান করব এবং বিচারকগণ আপনাদের সহায়তা করবেন।
  5. Ao3 এর উপর ভিত্তি করে ফলাফল (3 এর গড়) প্রকাশ করা হবে।

সুবিধাঃ

সকল অংশগ্রহণকারী পার্টিসিপ্যান্টদের জন্য রয়েছে সার্টিফিকেট এবং স্ন্যাক্স। এছাড়াও-

চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ এর জন্য রয়েছেঃ

* স্পেশাল গিফট্ ব্যাগ

  • * প্রাইজ মানি

* ক্রেস্ট ও

* সার্টিফিকেট

রেজিস্ট্রেশন ফিঃ ১০০/-

রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ https://fiesta.rusc.org.bd ওয়েবসাইটে ব্যাবহৃত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। সরাসরি বুথ থেকেও রেজিষ্ট্রেশন করে যাবে। 
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৮ জানুয়ারী, ২০২৫

  • Date : February 1, 2025 - February 2, 2025
  • Time : 10:00 AM - 7:00 PM (Asia/Dhaka)
  • Venue : University of Rajshahi