আমাদের আয়োজনের অন্যতম আকর্ষণ বিজ্ঞানভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা। এই সেগমেন্টে অংশগ্রহণের জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে।
১। বিতর্ক প্রতিযোগিতাটি স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় এই দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ৩ জনের দল করে অংশগ্রহণ করা যাবে।
২। প্রতিযোগিতাটি নক-আউট পদ্ধতিতে পরিচালিত হবে।
৩। সকল বিষয় বিজ্ঞানভিত্তিক এবং ক্লাব ম্যানেজমেন্ট কর্তৃক নির্ধারিত হবে।
৪। যেকোনো বিষয়ে ম্যানেজমেন্টের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

সুবিধাঃ
সকল অংশগ্রহণকারী পার্টিসিপ্যান্টদের জন্য সার্টিফিকেট ও স্ন্যাক্স রয়েছে।এছাড়াও-

চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ এর জন্য রয়েছেঃ

  • স্পেশাল গিফট ব্যাগ
  • আকর্ষনীয় প্রাইজমানি
  • ক্রেস্ট ও
  • চ্যাম্পিয়ন সার্টিফিকেট

রেজিস্ট্রেশন ফিঃ ৭৫০ টাকা মাত্র।
রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ https://fiesta.rusc.org.bd ওয়েবসাইটে ব্যাবহৃত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। সরাসরি বুথ থেকেও রেজিষ্ট্রেশন করে যাবে।
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৮ জানুয়ারী, ২০২৫

  • Date : February 1, 2025 - February 2, 2025
  • Time : 10:00 AM - 7:00 PM (Asia/Dhaka)
  • Venue : University of Rajshahi