নির্দিষ্ট টপিক প্রদান করা হবে, সেই বিষয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদের অনুচ্ছেদের PDF File পাঠাতে হবে আমাদের ইমেইলে (ruscienceclub@gmail.com)। ইমেইলের সাব্জেক্টে অবশ্যই “Essay Submission” লিখতে ভুলবেন না। এটাচমেন্ট এর সাথে আপনার নাম,মোবাইল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং রেজিস্ট্রেশান নং লিখতে হবে। সমস্ত তথ্য ঠিক ভাবে প্রদান না করলে তার ইমেইল বাতিল বলে গন্য হবে। অথবা হাতে লিখে সরাসরি জমা দিতে পারবেন। এই প্রতিযোগীতা সকলের জন্য উন্মুক্ত।

গ্রুপ ১ – স্কুল – কলেজ

গ্রুপ ২ –  বিশ্ববিদ্যালয়

 “সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন” এর জন্য নির্ধারিত টপিকঃ

 ১. বৈশ্বিক উষ্নতা ও আগামীর বাংলাদেশ

 ২. ভবিষ্যতে পৃথিবীর শক্তির উৎস

 ৩. আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও এর প্রভাব

যে কোন একটি বিষয়ে লিখবেন। বাংলা অথবা ইংরেজি দুইটাই গ্রহনযোগ্য। শব্দ সীমা ১০০০ শব্দ।

রেজিস্ট্রেশন ফিঃ ১০০/- টাকা

সুবিধাঃ

সকল অংশগ্রহণকারী পার্টিসিপ্যান্টদের জন্য রয়েছে সার্টিফিকেট এবং স্ন্যাক্স। এছাড়াও-

চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ এর জন্য রয়েছেঃ

* স্পেশাল গিফট্ ব্যাগ

* ক্রেস্ট ও

* সার্টিফিকেট

 এছাড়া, সিলেক্টেড লেখাগুলো “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ” কর্তৃক প্রকাশিত মাসিক সাময়িকীতে প্রকাশ করা হবে।

রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ https://fiesta.rusc.org.bd ওয়েবসাইটে ব্যাবহৃত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। সরাসরি বুথ থেকেও রেজিষ্ট্রেশন করে যাবে। 

রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৫ জানুয়ারী, ২০২৫

Submission Date: 26-28 January
Submission form: https://fiesta.rusc.org.bd/scientific-story-writing/

  • Date : February 1, 2025 - February 2, 2025
  • Time : 10:00 AM - 7:00 PM (Asia/Dhaka)
  • Venue : University of Rajshahi