Scientific Painting
আপনাকে সায়েন্টিফিক যে কোন প্রক্রিয়া ছবির বা পোস্টারের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে ও আপনার আকা ছবিটির নিচে তা দ্বারা কি বুঝিয়েছেন তা ২ টি বাক্যর মাধ্যমে লিখতে হবে। ( ভেন্যুতে এসে প্রতিযোগিতায় অংশ নিতে হবে)
গ্রুপ ১ – ক্লাস ১-৫
গ্রুপ ২ – ক্লাস ৬-১০
গ্রুপ ৩- ক্লাস ১১ – বিশ্ববিদ্যালয়
সুবিধাঃ
সকল অংশগ্রহণকারী পার্টিসিপ্যান্টদের জন্য রয়েছে সার্টিফিকেট এবং স্ন্যাক্স। এছাড়াও-
চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ এর জন্য রয়েছেঃ
* স্পেশাল গিফট্ ব্যাগ
* ক্রেস্ট ও
* সার্টিফিকেট
রেজিস্ট্রেশন ফিঃ ১০০/- টাকা
রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ https://fiesta.rusc.org.bd ওয়েবসাইটে ব্যাবহৃত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। সরাসরি বুথ থেকেও রেজিষ্ট্রেশন করে যাবে। রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৫ জানুয়ারী, ২০২৫