Exam Result
Bangabandhu RUSC National Science Fiesta 2021
একবিংশ শতাব্দীতে বিজ্ঞান যেন ছুটে চলেছে এক দুরন্ত গতিতে। বিজ্ঞান যেমন নতুন জ্ঞান এর আবিষ্কার করে মানব সভ্যতার বিকাশের জন্য, ঠিক তেমনি বিজ্ঞানের হাত ধরেই এসেছে দেশের তথা জাতির উন্নতির ধারা। সেই বিজ্ঞানকে জানতে, বিজ্ঞানের অবদানকে উদযাপন করতে, বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলিকে সবাই একসাথে এক্সপ্লোর করতে এই সায়েন্স ফিয়েস্টার আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর। তবে এই বছরের উদযাপন হবে আরোও আকর্ষনীয় ও প্রাণবন্ত। কারণ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবার অফিসিয়ালি থাকছে রাজশাহী ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের সাথে।
আগামী ১৫ ও ১৬ জানুয়ারি ( রোজ শনিবার ও রবিবার ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন বা রাবি টিএসসিসি চত্বর, শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন, ডীনস্ কমপ্লেক্সে এই সায়েন্স ফিয়েস্টা- ২০২১ অনুষ্ঠিত হবে। প্রত্যেক অংশগ্রহনকারীর জন্য থাকছে “সার্টিফিকেট” এবং আকর্ষণীয় পুরস্কার।
কি কি থাকছে ফিয়েস্টাতেঃ
* প্রোজেক্ট শো কম্পিটিশন
* সায়েন্স অলিম্পিয়াড ( স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়)
* 3MT প্রেজেন্টেশন এবং সায়েন্স টক
* পোস্টার প্রেজেন্টেশন
* সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন( স্কুল এন্ড কলেজ লেভেল)
* সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন( স্কুল এন্ড কলেজ লেভেল)
* রুবিক্স কিউব
* প্রোগ্রামিং কনটেস্ট
* Bangabandhu’s Science and Space Thought ( Speech)
* ফটোগ্রাফি কনটেস্ট (সবার জন্য উন্মুক্ত)
* 3D, 4D, 6D এবং 9D মুভি শো এবং স্টেজ সায়েন্স শো দেখার সুযোগ !!!
বিস্তারিতঃ
প্রোজেক্ট শোঃ
২) সিনিয়র গ্রুপঃ বিশ্ববিদ্যালয় লেভেল
চ্যাম্পিয়ন টিমের জন্য থাকছে আকর্ষনীয় প্রাইজমানি।
এছাড়াও থাকছে-
* দুইদিনের সকালের নাস্তা ও দুপুরের খাবার
* পেন
* প্যাড
* টি-শার্ট,
* ক্রেস্ট ও
* সার্টিফিকেট
১. অনলাইন রেজিষ্ট্রেশন
২.অফলাইন রেজিষ্ট্রেশন
বিকাশ/নগদ/রকেট একাউন্টের মাধ্যমে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর প্রাপ্ত ফিরতি মেসেজ থেকে Transactions Id দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। সেন্ড মানি করার সময় রেফারেন্স অপশনে অবশ্যই নিজের গ্রুপের নাম ও ইভেন্টের নাম (i.g Project Show Competition) লিখতে হবে।
সরাসরি আমাদের বুথে এসে রেজিষ্ট্রেশন করতে পারবেন। অথবা আপনার নিকট আগত আমাদের ভলান্টিয়ারদের থেকে ফর্ম সংগ্রহ করে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
অনলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ রাত ১১.৫৯ মিনিট।
অফলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ বিকাল ৫.০০ টা।
সায়েন্স অলিম্পিয়াড
* গ্রুপ- ১: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি
* গ্রুপ- ২: নবম থেকে দ্বাদশ শ্রেণি
* গ্রুপ- ৩: বিশ্ববিদ্যালয়
গ্রুপ- ১: সাধারণ বিজ্ঞান, সাধারণ গনিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)।
প্রশ্ন সংখ্যাঃ ৫০ টি
সময়ঃ ৪০ মিনিট
প্রশ্ন সংখ্যাঃ ৫০টি
সময়ঃ ৪০ মিনিট
প্রশ্ন সংখ্যাঃ ৫০টি
সময়ঃ ৪০ মিনিট
এছাড়াও থাকছে-
১ম ও ২য় রানারআপের জন্য
* পেন
* প্যাড
* টি-শার্ট,
* ক্রেস্ট ও
* সার্টিফিকেট
অনলাইন রেজিষ্ট্রেশন
অফলাইন রেজিষ্ট্রেশন
বিকাশ/নগদ/রকেট একাউন্টের মাধ্যমে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর প্রাপ্ত ফিরতি মেসেজ থেকে Transactions Id দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। সেন্ড মানি করার সময় রেফারেন্স অপশনে অবশ্যই নিজের নাম, গ্রুপ ও ইভেন্টের নাম (i.g Science Olympiad) লিখতে হবে।
সরাসরি আমাদের বুথে এসে রেজিষ্ট্রেশন করতে পারবেন। অথবা আপনার নিকট আগত আমাদের ভলান্টিয়ারদের থেকে ফর্ম সংগ্রহ করে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
অনলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ রাত ১১.৫৯ মিনিট।
অফলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ বিকাল ৫.০০ টা।
3MT Presentation
১ম ও ২য় রানারআপের জন্য
* পেন
* প্যাড
* টি-শার্ট,
* ক্রেস্ট ও
* সার্টিফিকেট
* অনলাইন রেজিষ্ট্রেশন
* অফলাইন রেজিষ্ট্রেশন
বিকাশ/নগদ/রকেট একাউন্টের মাধ্যমে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর প্রাপ্ত ফিরতি মেসেজ থেকে Transactions Id দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। সেন্ড মানি করার সময় রেফারেন্স অপশনে অবশ্যই নিজের নাম, গ্রুপ ও ইভেন্টের নাম (i.g 3MT Presentation) লিখতে হবে।
সরাসরি আমাদের বুথে এসে রেজিষ্ট্রেশন করতে পারবেন। অথবা আপনার নিকট আগত আমাদের ভলান্টিয়ারদের থেকে ফর্ম সংগ্রহ করে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
অনলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ রাত ১১.৫৯ মিনিট।
অফলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ বিকাল ৫.০০ টা।
পোস্টার প্রেজেন্টেশন
নিজের করা সায়েন্টিফিক পোস্টের উপর অংশ গ্রহণকারী প্রেজেন্টেশন দিতে পারবেন
গ্রুপঃ বিশ্ববিদ্যালয় লেভেল
সুবিধাঃ
চ্যাম্পিয়নের জন্য থাকছে আকর্ষনীয় প্রাইজমানি।
এছাড়াও থাকছে-
১ম ও ২য় রানারআপের জন্য
* দুইদিনের খাবার (সকালের নাস্তা এবং দুপুরের খাবার)
* পেন
* প্যাড
* টি-শার্ট,
* ক্রেস্ট ও
* সার্টিফিকেট
রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ রেজিষ্ট্রেশন করা যাবে দুই ভাবে।
* অনলাইন রেজিষ্ট্রেশন
* অফলাইন রেজিষ্ট্রেশন
অনলাইন রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ
বিকাশ/নগদ/রকেট একাউন্টের মাধ্যমে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর প্রাপ্ত ফিরতি মেসেজ থেকে Transactions Id দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। সেন্ড মানি করার সময় রেফারেন্স অপশনে অবশ্যই নিজের নাম, ও ইভেন্টের নাম (i.g Poster Presentation) লিখতে হবে।
অফলাইন রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ সরাসরি আমাদের বুথে এসে রেজিষ্ট্রেশন করতে পারবেন। অথবা আপনার নিকট আগত আমাদের ভলান্টিয়ারদের থেকে ফর্ম সংগ্রহ করে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
বিকাশ/নগদ/রকেট একাউন্টঃ 01759265914-7
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ
অনলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ রাত ১১.৫৯ মিনিট।
অফলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ বিকাল ৫.০০ টা।
রেজিস্ট্রেশন ফিঃ ২০০/- টাকা মাত্র।
সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন
আপনাকে বিজ্ঞানের যে কোন প্রকিয়াকে ছবির মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে ও আপনার আকা ছবিটির নিচে তা দ্বারা কি বুঝিয়েছেন তা ২ টি বাক্যর মাধ্যমে লিখতে হবে। ( ভেন্যুতে এসে প্রতিযোগিতায় অংশ নিতে হবে)
গ্রুপ ১ঃ ৬-১০
গ্রুপ ২ঃ ১১-বিশ্ববিদ্যালয়
রেজিস্ট্রেশন ফিঃ ৫০/- টাকা
সুবিধাঃ
* পেন
* প্যাড
* পজিশনাল ক্রেস্ট
* সার্টিফিকেট।
রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ
রেজিষ্ট্রেশন করা যাবে দুই ভাবে।
*অনলাইন রেজিষ্ট্রেশন
*অফলাইন রেজিষ্ট্রেশন
অনলাইন রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ
বিকাশ/নগদ/রকেট একাউন্টের মাধ্যমে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর প্রাপ্ত ফিরতি মেসেজ থেকে Transactions Id দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। সেন্ড মানি করার সময় রেফারেন্স অপশনে অবশ্যই নিজের নাম, ও ইভেন্টের নাম (i.g Scientific Painting Competition) লিখতে হবে।
অফলাইন রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ সরাসরি আমাদের বুথে এসে রেজিষ্ট্রেশন করতে পারবেন। অথবা আপনার নিকট আগত আমাদের ভলান্টিয়ারদের থেকে ফর্ম সংগ্রহ করে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
বিকাশ/নগদ/রকেট একাউন্টঃ 01759265914-7
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ
অনলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ রাত ১১.৫৯ মিনিট।
অফলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ বিকাল ৫.০০ টা।
সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন
নির্দিষ্ট টপিক প্রদান করা হবে, সেই বিষয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে আপনাদের অনুচ্ছেদের PDF File পাঠাতে হবে আমাদের ইমেইলে (official@rusc.org.bd)। ইমেইলের সাব্জেক্টে অবশ্যই “Essay submission” লিখতে ভুলবেন না। এটাচমেন্ট এর সাথে আপনার নাম,মোবাইল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং বিকাশ/ডিবিবিএল ট্রান্সেকশন আইডি ঠিক ভাবে লিখবেন। সমস্ত তথ্য ঠিক ভাবে প্রদান না করলে তার ইমেইল বাতিল বলে গন্য হবে। অথবা হাতে লিখে সরাসরি জমা দিতে পারবেন। এই প্রতিযোগীতা সকলের জন্য উন্মুক্ত।
“সায়েন্টিফিক রাইটিং কম্পিটিশন” এর জন্য নির্ধারিত টপিকঃ
১.বৈশ্বিক উষ্নতা ও আগামীর বাংলাদেশ
২.ভবিষ্যতে পৃথিবীর শক্তির উৎস
৩. আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও এর প্রভাব
যে কোন একটি বিষয়ে লিখবেন। বাংলা অথবা ইংরেজি দুইটাই গ্রহনযোগ্য। শব্দ সীমা ১০০০ শব্দ।
রেজিস্ট্রেশন ফিঃ ৫০/- টাকা
সুবিধাঃ
* পেন
* প্যাড
* পজিশনাল ক্রেস্ট
* সার্টিফিকেট।
এছাড়া, সিলেক্টেড লেখাগুলো “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ” কর্তৃক প্রকাশিত মাসিক সাময়িকীতে প্রকাশ করা হবে।
রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ
রেজিষ্ট্রেশন করা যাবে দুই ভাবে।
*অনলাইন রেজিষ্ট্রেশন
*অফলাইন রেজিষ্ট্রেশন
অনলাইন রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ
বিকাশ/নগদ/রকেট একাউন্টের মাধ্যমে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর প্রাপ্ত ফিরতি মেসেজ থেকে Transactions Id দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। সেন্ড মানি করার সময় রেফারেন্স অপশনে অবশ্যই নিজের নাম, ও ইভেন্টের নাম (i.g Scientific Story Writing Competition) লিখতে হবে।
অফলাইন রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ সরাসরি আমাদের বুথে এসে রেজিষ্ট্রেশন করতে পারবেন। অথবা আপনার নিকট আগত আমাদের ভলান্টিয়ারদের থেকে ফর্ম সংগ্রহ করে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
বিকাশ/নগদ/রকেট একাউন্টঃ 01759265914-7
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ
অনলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ রাত ১১.৫৯ মিনিট।
অফলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ বিকাল ৫.০০ টা।
রুবিক্স কিউব অন স্পট প্রতিযোগীতা
রেজিস্ট্রেশন ফিঃ ৫০/-
সুবিধাঃ
* পেন
* প্যাড
* পজিশনাল ক্রেস্ট
* সার্টিফিকেট।
রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ
রেজিষ্ট্রেশন করা যাবে দুই ভাবে।
*অনলাইন রেজিষ্ট্রেশন
*অফলাইন রেজিষ্ট্রেশন
অনলাইন রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ
বিকাশ/নগদ/রকেট একাউন্টের মাধ্যমে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর প্রাপ্ত ফিরতি মেসেজ থেকে Transactions Id দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। সেন্ড মানি করার সময় রেফারেন্স অপশনে অবশ্যই নিজের নাম, ও ইভেন্টের নাম (i.g Rubik’s Cube) লিখতে হবে।
অফলাইন রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ সরাসরি আমাদের বুথে এসে রেজিষ্ট্রেশন করতে পারবেন। অথবা আপনার নিকট আগত আমাদের ভলান্টিয়ারদের থেকে ফর্ম সংগ্রহ করে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
বিকাশ/নগদ/রকেট একাউন্টঃ 01759265914-7
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ
অনলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ রাত ১১.৫৯ মিনিট।
অফলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ বিকাল ৫.০০ টা।
প্রোগ্রামিং কনটেস্ট
নির্দিষ্ট কিছু প্রবলেম দেয়া থাকবে। সেগুলো নির্দিষ্ট সময়ের ভেতরে সলভ করতে হবে।
প্রতিযোগিতাটি VJudge এ হবে।
ভেনুঃ CSE ডিপার্টমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
গ্রুপঃ বিশ্ববিদ্যালয়
৩ জনের গ্রুপে অংশগ্রহণ করতে হবে।
রেজিস্ট্রেশন ফিঃ ৯০০/- (৩ জন)
সুবিধাঃ
* চ্যাম্পিয়ন টিমের জন্য থাকছে আকর্ষনীয় প্রাইজমানি।
* পেন
* প্যাড
* পজিশনাল ক্রেস্ট
* সার্টিফিকেট।
অনলাইন বাছাই
• VJudge Platform ব্যাবহার করা হবে।
• কোডিং করার জন্য যে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যাবহার করতে পারবেন।
• সময়ঃ ৩-৫ ঘন্টা
অফলাইন ফাইনাল কন্টেস্ট
• প্রোগ্রামিং কন্টেস্টের জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি (কম্পিউটার, মাউস, কি-বোর্ড ইত্যাদি) আর্গানাইজার কর্তৃক প্রধান করা হবে। (কারো সাথে পাওয়া গেলে তাদের টিমকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হবে)
• কোন প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস (মোবাইল,পেনড্রাইভ, স্মার্ট ওয়াচ ইত্যাদি) সাথে রাখা যাবে না।
• অংশগ্রহণকারীরা চাইলে বই, প্রিন্ট করা কাগজ, হাতে লেখা কোড সাথে রাখতে পারবেন। কিন্তু কোন সফট ফাইল রাখা যাবে না৷
• প্রোগ্রামিং কন্টেস্টের সময় ৫ ঘন্টা।
• কোডিং করার জন্য যে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যাবহার করতে পারবেন।
রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ
রেজিষ্ট্রেশন করা যাবে দুই ভাবে।
*অনলাইন রেজিষ্ট্রেশন
*অফলাইন রেজিষ্ট্রেশন
অনলাইন রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ
বিকাশ/নগদ/রকেট একাউন্টের মাধ্যমে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর প্রাপ্ত ফিরতি মেসেজ থেকে Transactions Id দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। সেন্ড মানি করার সময় রেফারেন্স অপশনে অবশ্যই নিজের নাম, ও ইভেন্টের নাম (i.g Programming Contest) লিখতে হবে।
অফলাইন রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ সরাসরি আমাদের বুথে এসে রেজিষ্ট্রেশন করতে পারবেন। অথবা আপনার নিকট আগত আমাদের ভলান্টিয়ারদের থেকে ফর্ম সংগ্রহ করে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
বিকাশ/নগদ/রকেট একাউন্টঃ 01759265914-7
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ
অনলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ রাত ১১.৫৯ মিনিট।
অফলাইনঃ ১২ জানুয়ারি, ২০২২ বিকাল ৫.০০ টা।
Bangabandhu’s Science & Space Thought
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সকলে অংশগ্রহন করতে পারবে।
সুবিধাঃ
* পেন
* প্যাড
* পজিশনাল ক্রেস্ট
* সার্টিফিকেট।
রেজিষ্ট্রেশন ফিঃ ৫০৳
রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ
রেজিষ্ট্রেশন করা যাবে দুই ভাবে।
*অনলাইন রেজিষ্ট্রেশন
*অফলাইন রেজিষ্ট্রেশন
অনলাইন রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ
বিকাশ/নগদ/রকেট একাউন্টের মাধ্যমে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর প্রাপ্ত ফিরতি মেসেজ থেকে Transactions Id দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। সেন্ড মানি করার সময় রেফারেন্স অপশনে অবশ্যই নিজের নাম, ও ইভেন্টের নাম (i.g Bangabandhu’s Science & Space Thought) লিখতে হবে।
অফলাইন রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ সরাসরি আমাদের বুথে এসে রেজিষ্ট্রেশন করতে পারবেন। অথবা আপনার নিকট আগত আমাদের ভলান্টিয়ারদের থেকে ফর্ম সংগ্রহ করে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
বিকাশ/নগদ/রকেট একাউন্টঃ 01759265914-7
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ
অনলাইনঃ ৭ জানুয়ারি, ২০২২ রাত ১১.৫৯ মিনিট।
অফলাইনঃ ৬ জানুয়ারি, ২০২২ বিকাল ৫.০০ টা ।
Photography Contest
নিচে থাকা ফর্মে আপনার তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
আপনার তোলা (ফোন/ক্যামেরা) যেকোন বায়োডায়ভার্সিটি বিষয়ক, ইকোলজিক্যাল, ওয়াইল্ড লাইফ, দূষন, তথাপি পরিবেশের বিভিন্ন দিক নির্দেশ করে এমন সব ছবি পাঠিয়ে দিন আমাদের ইমেইল (official@rusc.org.bd ) এর মাধ্যমে।
একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি ছবি সাবমিট করতে পারবে। প্রতিটি ছবির নামের ক্ষেত্রে ছবিটির শিরোনাম যুক্ত করবেন। ইমেইলের সাব্জেক্টে অবশ্যই “Photography submission” লিখতে ভুলবেন না। এটাচমেন্ট এর সাথে আপনার নাম,মোবাইল নম্বর এবং শিরোনাম লিখবেন। সমস্ত তথ্য ঠিক ভাবে প্রদান না করলে তার ইমেইল বাতিল বলে গন্য হবে।
সাবমিট করা ছবিগুলো থেকে বিচারকদের মতামত অনুযায়ী বাছাইকৃত ১০ টি ছবি আমাদের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হবে। ছবিতে পরা লাইক,কমেন্ট এবং বিজ্ঞ বিচারকদের নম্বরের ভিত্তিতে সেরাদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।
(কোন রেজিস্ট্রেশন ফি নেই)।
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ
অনলাইনঃ ২ জানুয়ারি, ২০২২ রাত ১১.৫৯ মিনিট।